গত ১৯ ফেব্রুয়ারি ১০০ গ্রাম কোকেন-সহ নিউ আলিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল হুগলির বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও বিজেপি নেতা প্রবীর দে-কে। আদালতে তোলার সময় বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলায় পরবর্তী কালে গ্রেফতার করা হয় রাকেশকেও। এবার মাদক মামলায় পুলিশের জালে রাকেশ ঘনিষ্ঠ মাদক ‘পাচারকারী’ এক যুবতী। মঙ্গলবার সকালে প্রিয়াঙ্কা সিংহ নামের ওই যুবতীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আজ, মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হবে।
পুলিশের দাবি, প্রিয়াঙ্কাকে কাজে লাগিয়ে কারবারীদের কাছ থেকে মাদক কিনতেন রাকেশ সিংহ। প্রিয়াঙ্কা ওরফে সুইটি-ই মাদক কিনে রাকেশ সিংকে দিয়েছিল বলেও খবর। পুলিশের দাবি, প্রতি গ্রাম মাদক সাড়ে ৯ হাজার টাকার বিনিময়ে কিনেছিল সুইটি। তাঁকে ও রাকেশ সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর। উল্লেখ্য, আজ দুপুরে রাকেশ সিংকেও আলিপুর আদালতে তোলা হবে।
এদিকে, প্রিয়াঙ্কাকে নিয়ে মাদক মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। গত ১ মার্চেই সূরযকুমার শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযোগ ছিল, সূরজের স্কুটারে চেপেই অমৃত সিংহ নামে আর এক অভিযুক্ত পালান। যে দিন মাদক-সহ বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ধরা পড়েন, তাঁর সঙ্গেই ছিলেন অমৃত। গোয়েন্দারা তল্লাশি চালিয়ে সূরযকে গ্রেফতার করতে পারলেও অমৃতের এখনও কোনও হদিশ মেলেনি। তাঁর খোঁজে ইতিমধ্যেই তিন রাজ্যে তল্লাশি চালাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।