স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত পুলিশ কর্মী অমিত ভাওয়ালকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানাল কলকাতা পুলিশ। শোকস্তব্ধ পরিবেশে লালবাজারে গান স্যালুট দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানার এই এএসআই-কে। উপস্থিত ছিলেন বাগুইহাটির বাসিন্দা, মৃত পুলিশকর্মীর স্ত্রীও। এদিন কান্নায় ভেঙে পড়েন তিনি।
ওই পুলিশ অফিসার ছাড়াও চার দমকলকর্মী, রেলকর্মী-সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে সোমবার রাতের অগ্নিকাণ্ডে। একজন বাদে সনাক্ত করা গিয়েছে বাকি সকলকে। এনাদের মধ্যে রয়েছেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, তাঁর নিরাপত্তারক্ষী আরপিএফ কনস্টেবল সঞ্জয় সাহানি, দমকল আধিকারিক গিরিশ দে ও তিন দমকল কর্মী গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, রেলের সিনিয়র টেকনিশিয়ান সুদীপ দাস এবং অমিত ভাওয়াল। যোদ্ধার মতো লড়ে তাঁরা শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও, নিজেদের প্রাণ বলিদান দিতে হয় তাঁদের।