দেখতে দেখতে ১০০ দিন পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে গরম পড়তে শুরু করেছে দিল্লী, পাঞ্জাব, হরিয়ানায়। নভেম্বরে যখন কৃষকদের বিক্ষোভ শুরু হয়েছিল, তখন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছিল। এখন তা ৩০ ডিগ্রি ছাড়িয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লীতে আন্দোলনরত কৃষকরা। এবার এই আন্দোলনের নেতৃত্বে এগিয়ে এলেন মহিলারা। আন্তর্জাতিক নারীদিবসে দিল্লী সীমানায় চলতে থাকা আন্দোলনে যোগ দিচ্ছেন প্রায় ৪০ হাজার মহিলা কৃষক। তাঁরাই এবার আন্দোলন পরিচালনা করবেন বলে জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার প্রধান যোগেন্দ্র যাদব।
প্রসঙ্গত, ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হবে আন্তর্জাতিক নারীদিবস। কোথাও তাঁদের বিশেষ সম্মান বা উপহার দিয়ে সম্মানিত করা হবে তো কোথাও আবার মেয়েদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে শপিং মল কিংবা রেস্তোরাঁয়। কিন্তু এই বিশেষ দিনটিকে একেবারে অন্য মাত্রা দেওয়ার পরিকল্পনা করেছেন অন্নদাতারা। কৃষক আন্দোলনের নেতৃত্ব মহিলাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা। কৃষক নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মহিলা এই আন্দোলনে যোগ দেবেন। তাঁরাই দিল্লী সীমানায় চলতে থাকা কৃষক আন্দোলনকে নেতৃত্ব দেবেন।
কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে চলতে থাকা এই আন্দোলনকে দেশের কোণায় কোণায় পৌঁছে দিতে উদ্যোগী আন্দোলনকারীরা। সেই উদ্দেশ্য নয়া পরিকল্পনাও করেছেন তাঁরা। নির্বাচন হতে চলা চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে যাচ্ছে কৃষক নেতারা। সেখানে তাঁরা র্যালি, সভার মাধ্যমে আমজনতার কাছে নিজেদের কথা তুলে ধরবেন। বলা ভাল, বিজেপির বিরুদ্ধে প্রচার করবেন তাঁরা। এরই মাঝে আন্তর্জাতিক নারীদিবসে আন্দোলনের চাবিকাঠি মহিলাদের হাতে তুলে নিয়ে অনন্য নজির গড়ছেন তাঁরা। হরিয়ানা, পাঞ্জাব-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে ট্র্যাক্টর চালিয়ে আন্দোলনে যোগ দেবেন মহিলারা।