এবার সীমান্ত নিরাপত্তা বাহিনী(বিএসএফ)-এর মারে সীমান্তে কৃষক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর অঞ্চলে। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার জেরে বিএসএফের বিরুদ্ধে সীমান্ত অত্যাচারের অভিযোগ এনে বিক্ষোভ শুরু হয় এলাকায়। বিএসএফের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
গ্রামবাসীদের অভিযোগ, সাগরপাড়া থানার চর কাকমারী এলাকায় বিএসএফের বেপরয়ো মারে এক নিরীহ কৃষকের মৃত্যু হয়েছে। তাই শুক্রবার সকালে থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদ জানিয়ে সেখপাড়া-জলঙ্গি রাজ্য সড়কের ওপর সাহেবনগর বাজারে রাস্তা অবরোধ শুরু করেন তাঁরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর স্থানীয় পুলিশের হস্তক্ষেপে বেলা প্রায় সাড়ে ১০টা নাগাদ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার, মোফাজুল সেখ নামে ৭২ বছরের এক বৃদ্ধ কৃষক তাঁর জমিতে চাষের কাজে যান। অভিযোগ, সেই সময় ১১৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের এলাকাধীন চর কাকমারী বিওপি এলাকায় মোফাজ্জুল সেখ ও আরও দুজনকে মারধর করা হয়। এত দিন আশংকাজনক অবস্থায় ওই কৃষক বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সীমান্তে অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় অবরোধের সিদ্ধান্ত নেন। সেই পরিকল্পনা মতো সকাল ৮টা থেকে স্থানীয়রা অবরোধ করেন। খবর পেয়ে অবরোধ তুলতে আসে পুলিশ। সেই সময় গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দেন বিএসএফের ওপর। মারমুখী জনতা বিএসএফের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।