আজ বিকেলেই ঘোষণা হয়ে গেল দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। যেখানে বাংলা তো বটেই, পাশাপাশি আরও চার রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে এক সাংবাদিক বৈঠকে কমিশন জানিয়ে দিল, আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতেও এই মাসেই নির্বাচন হবে। কমিশন জানিয়েছে, আসামে ৩ দফায় ভোট হবে। প্রথম দফায় ২৭ মার্চ ৪৭টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোট হবে। তৃতীয় দফায় ভোটদান হবে ৬ এপ্রিল। কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে আগামী ৬ এপ্রিল এক দফাতেই নির্বাচন হবে। অন্যদিকে, বাংলায় ভোট হবে ৮ দফায়।
দেশের পাঁচ রাজ্যে মোট ৮২৪টি বিধানসভা আসনে ভোট হবে। যেখানে মোট ভোটার সংখ্যা ১৮ কোটি ৬৮ লক্ষ। ২ লক্ষ ৭০ হাজার পোলিং স্টেশনে ভোট দেওয়া যাবে। আসামে ৩১ মে পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদ রয়েছে। সেখানে মোট আসন সংখ্যা ১২৬টি। করোনা আবহে ওই রাজ্যে বুথ সংখ্যা বাড়িয়ে তোলা হয়েছে। মহামারীর জন্য একটি পোলিং স্টেশণে সর্বোচ্চ ১ হাজার জন ভোটার থাকবে। ফলে পর্যাপ্ত ভোটকর্মী ও বাহিনী মোতায়েন করা যাবে বলে মত কমিশনের।
এদিকে, বাংলায় মোট ২৯৪টি বিধানসভা আসনেও বুথের সংখ্যা ৩১ শতাংশ বাড়িয়ে ১ লক্ষ ১ হাজার ৯১৬ করা হয়েছে। সেখানে বর্তমান সরকারের মেয়াদ হচ্ছে ৩০ মে পর্যন্ত। চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা জানিয়েছে তামিলনাড়ুতে মোট ২৩৪টি আসনে ভোট হবে। ওই রাজ্যে বর্তমান সরকারের মেয়াদ ৩০ মে পর্যন্ত। কেরালায় ১৪০টি আসনে হবে নির্বাচন। সেখানে বর্তমান সরকারের মেয়াদ ১ জুন পর্যন্ত রয়েছে। পুদুচেরিতে ৩০টি আসনে ভোট হবে।
বিহার মডেলে জোর দিয়ে এদিন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা বলেন, “করোনা পরবর্তী পরিস্থিতিতে ২০২১ সালে নতুন আসার আলো দেখতে পেয়েছে দেশ। করোনা যোদ্ধাদের আমি সম্মান জানাই। গত বছর করোনার মধ্যেই একাধিক নির্বাচন হয়েছে। ভোটারদের স্বাস্থ্যরক্ষায় আমরা গুরুত্ব দিচ্ছি, এহেন সংকট কালেও আমরা নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “৮০ বছরের বেশি বয়সের ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা রয়েছে। ভোটদানের সময় একঘন্টা বাড়িয়ে তোলা হয়েছে। করোনা কালে রাজনৈতিক দলগুলি রোড শো করতে পারবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে সর্বোচ্চ পাঁচজন থাকবে। তবে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে ২ জনের বেশি সঙ্গী থাকতে পারবে না।