সারাবছর তাঁর দেখা না মিললেও নির্বাচনের আগে পরিযায়ী পাখিদের মতো একবার করে রাজ্যে আসেন উনি। মঙ্গলবার ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন আসাম কংগ্রেসের প্রদেশ সভাপতি রিপুন বোরা। প্রসঙ্গত, শীত কিংবা বসন্তে ভারতে দেখা মেলে দূরদূরান্ত থেকে আসা বিদেশী পরিযায়ী পাখিদের। মোদীকে এবার সেই পরিযায়ী পাখিদের সঙ্গেই তুলনা করেছেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী পরিযায়ী পাখির মতো। শুধুমাত্র নির্বাচনের সময় হলেই আসামে আসেন।‘ সোমবার উত্তর আসামে নির্বাচনী র্যালীতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিজেপির সেই মহামিছিলের পরেই এমন কটাক্ষ ধেয়ে এল হাত শিবির থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে আরও বলেন, ‘রাজ্যে বন্যায় মানুষের দুর্দশা চরমে ছিল কিংবা সিএএতে যখন বহু মানুষ প্রাণ হারিয়েছিল তখন তো প্রধানমন্ত্রী একবারও আসামে আসেন নি।’
সোমবার প্রচারে এসে আসামের প্রতি বিগত কেন্দ্রীয় সরকার সৎ মায়ের মতো আচরণ করেছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সেই বক্তব্যের পাল্টা দিয়ে এদিন বোরা বলেন, ‘২০১৭ সাল থেকে আসামে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের ৬০ শতাংশ কাটছাট করেছে কেন্দ্র। আমাদের রাজ্যের সমস্ত সরকারী ইতিমধ্যেই বেসরকারিকরণ করা হয়েছে। যার ফলে আর্থিক সংকটে ধুঁকছে রাজ্যে।’
সম্প্রতি জাতীয় নাগরিক পঞ্জী সংশোধনী বিল বা ‘সিএএ’র বিরোধিতা করতে গিয়ে অসমে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য প্রস্তাবিত স্মৃতিসৌধে সম্মান জানাতে ৫০ লক্ষ গামছা সংগ্রহের ডাক দিয়েছে আসাম কংগ্রেস। দলের তরফে কর্মীদের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে গামছা ও ওড়না সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে রিপুন বোরা জানান, ‘আসামের গৌরব রক্ষা করতে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের কখনই আমরা ভুলতে পারবো না।’