বিগত ১০ বছর ধরে রাজ্যবাসীর সমস্ত দাবি দাওয়াই পূরণ করেছেন তিনি। একুশের ভোটের আগেও বাজেটে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, পার্শ্ব শিক্ষক বেতন বৃদ্ধি করা হয়েছে। বেতন বৃদ্ধি হয়েছে রাজ্য পুলিশেও। আবার সমাজের নিম্নবিত্ত অংশের জন্য মা ক্যান্টিন চালু এবং স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার-এর মতো কর্মসূচী করেও মাস্টারস্ট্রোক দিয়েছেন তৃণমূল নেত্রী। এবার নির্বাচনের আগে ফের কল্পতরু তাঁর সরকার। ভোকেশনাল শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি অনেকদিনের। সেই দাবি মেনে রাজ্যে বিধানসভা ভোটের আগে ভোকেশনাল শিক্ষকদের বেতন বাড়াল রাজ্য সরকার। সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
ভোকেশনালে ফিল্ড অফিসারদের বেতন ৬ হাজার ৫০০ থেকে বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসারদের বেতন ৩ হাজার ৯০০ থেকে বেড়ে হচ্ছে ১১ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপার ভাইজাররা পান ২৬০০ টাকা। এখন বেড়ে তা হচ্ছে ১০ হাজার টাকা। ডেটা এন্ট্রি অপারেটররা পান ৩২৫০ টাকা। এবার তা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা। কনট্রাকচুয়াল টিচারদের ৯ থেকে বেড়ে বেতন হচ্ছে ১৩ হাজার ৫০০ টাকা। কনট্রাকচুয়াল ইনস্ট্রাকটরদের বেতন ৭ হাজার থেকে বেড়ে হচ্ছে ১০ হাজার ৫০০ টাকা। অন্যদিকে পলিটেকনিকের অধ্যক্ষ ও অধ্যাপকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করারও সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। উল্লেখ্য, কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়স আগেই ৬৫ করা হয়েছে।