এবারের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকেই সমর্থন করবে বলে জানিয়ে দিল ঝাড়খন্ড দিশম পার্টি। দলের তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাঁসদা। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।
সম্প্রতি একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পথে নেমেছে ঝাড়খন্ড দিশম পার্টি। আদিবাসী ভাষাকে স্বীকৃতি দেওয়া সহ একাধিক দাবিতে রেল রোকো, পথ অবরোধের মতো কর্মসূচী গ্রহণ করেছে তারা। কিন্তু অভিযোগ, এতকিছুর পরেও তাদের দাবি-দাওয়াকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র। তাই এবারে সরাসরি বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য নেতৃত্ব। ঝাড়খন্ড দিশম পার্টির এই সিদ্ধান্তে আদিবাসী এলাকায় তৃণমূলের পায়ের তলার মাটি আরও মজবুত হল বলেই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।
মোহন হাঁসদা বলেন, ‘বিজেপি আদিবাসীদের মধ্যে খুঁটি গেড়ে রেখেছে। আমরা আজ থেকে শুরু করলাম আমরা কোন ভাবেই বিজেপিকে জিততে দেব না। পুনরায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই। আমরা সমর্থন করছি যাতে তিনি পুনরায় মুখ্যমন্ত্রী হন। বিজেপি আমাদের সাথে শুধু প্রতারণা আর ধোঁকাবাজি করেছে। আদিবাসীদেরকে ব্যবহার করেছে। আমরা আদিবাসীদের কাছে বার্তা দিচ্ছি যে বিজেপি একমাত্র আমাদের শত্রু। বিজেপিকে আমরা কোনও ভাবেই বাংলায় জিততে দেব না।’ পাশাপাশি, ৬ই মার্চ বিশাল জনসভা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন মোহন হাঁসদা।