প্রথম মোদী সরকারের আমলেই করা হয়ে গিয়েছিল পরিকল্পনা। আর দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই পুরোদমে শুরু হয়ে গিয়েছিল কাজ। যার ফলস্বরূপ এখন চলছে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ। এবার জানা গেল, দেশে রাষ্ট্রায়ত্ত সংস্থার সংখ্যা বর্তমানে ৩০০ থেকে কমিয়ে ২৪ করার কথা ভাবছে কেন্দ্র। ক্ষতিতে চলা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বোঝা ঘাড় থেকে নামাতেই এই উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় বিলগ্নিকরণ দফতর।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, হাতে গোনা কয়েকটি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বাদ দিয়ে বাকিগুলির বেসরকারিকরণ করা হবে। ইতিমধ্যেই, নীতি আয়োগকে বিলগ্নিকরণের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থার তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। নীতি আয়োগের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত তালিকায় অনুমোদন দেবে কেন্দ্রীয় মন্ত্রীসভা। প্রতিরক্ষা-সহ চারটি ক্ষেত্র বাদ দিয়ে বাকি ক্ষেত্রের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কৌশলগত দিক দিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এমন বহু রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির পরিকল্পনা করা হয়েছে।