এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল সদ্য বিজেপিতে যোগদান করা অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। তাঁর একটি নতুন ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ফেসবুকে। আর তা নিয়ে হাসির বন্যা বইছে সেখানে।
ভিডিওয় দেখা যাচ্ছে, পাপিয়া অধিকারীর সাক্ষাৎকার নিচ্ছেন কলকাতার কোনও সংবাদ চ্যানেলের এক সাংবাদিক। বিজেপিতে যোগ দেওয়ার কারণ ও বর্তমান রাজনীতি সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। যার জবাবও দেন তিনি। ওই সাক্ষাৎকারটিতেই হাসির খোরাক হতে হল পাপিয়াকে।
সেই সাক্ষাৎকারটি নিয়ে একটি মিম বানানো হয়েছে, যার নেপথ্যে বাজছে সঙ্গীত। বিভিন্ন ধারাবাহিকের সুর কেটে কেটে পাপিয়ার কথার পিছনে বসানো হয়েছে। যাতে নেটিজেনরা উৎফুল্ল। তাঁদের মনে হয়েছে, সুরগুলি একেবারেই উপযুক্ত পাপিয়ার বক্তব্যের সঙ্গে! কারণ পাপিয়া নাকি অভিনেত্রী সত্তা থেকে বেরতে পারেননি সাক্ষাৎকার দেওয়ার সময়ে। তাই ধারাবাহিকের নাটকীয় সংলাপের মতো করে নিজের মতামত প্রকাশ করেছেন।
‘আবার আন্দোলন করব! যত দিন প্রাণ আছে আন্দোলনই করব। ফর আ বেটার বাংলা। ফর সোনার বাংলা। আন্দোলন থামবে না।’ পাপিয়ার মেলোড্রামাটিক এমন সব ‘সংলাপ’ই হাসতে বাধ্য করেছে নেটিজেনদের। ‘মা’ ধারাবাহিকের সুরও বসানো হয়েছে কথার পিছনে, ঠিক যখন তিনি জানাচ্ছেন, ‘এবং আমার কেন জানি মনে হচ্ছে, নরেন্দ্র মোদী উপনিষদ চর্চা করেন, বেদান্ত চর্চা করেন। আমিও করি।’