ফের সমালোচনার মুখে মোদী সরকার। এবার কেন্দ্রের বাজেট নিয়ে ক্ষোভ বাড়ল। ব্যবসায়ীমহলে। জিএসটি সংক্রান্ত নিয়মে বদল-সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ জানিয়ে এবার উত্তরবঙ্গে ব্যবসা বন্ধের ডাক দিল ইস্টার্ন এবিসি চেম্বার অফ কমার্স নামে ব্যবসায়ীর একটি সংগঠন। আগামী ২৬শে ফেব্রুয়ারি ৬টি জেলায় একযোগে বনধের ডাক দিয়েছেন তাঁরা।
কেন্দ্রের বাজেট ছোট-মাঝারি ব্যবসায়ীদের কাছে কার্যত অশনি সংকেত। অভিযোগ তেমনই। এপ্রসঙ্গে ইস্টার্ন এবিসি চেম্বার অফ কমার্সের প্রতিনিধি সুরজিৎ পালের দাবি, জিএসটি দিয়ে পণ্য কেনার পর সংশ্লিষ্ট ব্যবসায়ী যদি রিটার্ন জমা না দেন, সেক্ষেত্রে তাঁর উপরই বাড়তি করের বোঝা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে জরিমানার মুখেও পড়তে হবে ব্যবসায়ীদের। এরই প্রতিবাদে ২৬শে ফ্রেরুয়ারি ২২টি সংগঠন যৌথভাবে এই বনধে সামিল হচ্ছে।
ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সুরজিৎ পাল জানিয়েছেন, এই বনধের মাধ্যমে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের বাঁচানোর জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের বার্তা দিতে চান তাঁরা। এদিকে আবার ২৬শে ফ্রেরুয়ারি পণ্য পরিবহণকারী গাড়ি মালিকরা আগেই বনধের ডাক দিয়েছেন। তাঁদেরকে ব্যবসা বনধেও সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১লা ফ্রেরুয়ারি সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।