বাংলার শিয়রে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে ক্রমশ রাজ্যের বিভিন্ন প্রান্তে স্পষ্ট হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার গাইঘাটা পশ্চিম মন্ডল সভাপতির বিরুদ্ধে পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনায়। সোমবার সকাল হতেই গাইঘাটার মোড়ে মোড়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার দেখা গিয়েছে। আর এই পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে সেই এলাকার বিজেপি কর্মীদের ওপরই। ওই অঞ্চলের বিজেপির সভাপতি হলে সুদীপ বিশ্বাস। গাইঘাটা বাজার, গোপালপুর মোড়, মল্লিকপুর বাজার সহ একাধিক জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া গিয়েছে।
স্থানীয়দেরও সেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টার গুলিতে যেখানে লেখা হয়েছে, “পঞ্চায়েত বিক্রি করা সুদীপ বিশ্বাস কে মানছি না,” কোথাও লেখা হয়েছে, “মন্ডল সভাপতি সুদীপ বিশ্বাসকে দূর হটাও” আবার কোথাও দেখা গিয়েছে “বিজেপি বাঁচাও দুর্নীতিবাজদের হাটাও”। আর এই ঘটনা নিয়ে রীতিমত রাজনৈতিক তরজা। যাঁর বিরুদ্ধে এমন পোস্টার সেই বিজেপি নেতা সুদীপ বিশ্বাসের দাবি, ”তৃণমূল হেরে যাওয়ার ভয়ে এইসব করছে। যার সঙ্গে বিজেপির কয়েকজনের যোগাযোগ থাকতে পারে। বিজেপিকে দুর্বল করার জন্য এইসব চেষ্টা করছে তৃণমূল।”
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূলের গাইঘাটার কনভেনার ধনেশ নারায়ণ গুহ। তিনি বলেন, “এটা ওঁদের দলীয় কোন্দল। শান্তনু বনাম বিজেপির দল এই যে, যে কোন্দল চলছে এটা তারই ফলশ্রুতি। এখানে তৃণমূলের কোন যোগসূত্র নেই।” তবে স্থানীয়দের দাবি, “গতকাল সন্ধ্যে পর্যন্ত এই ধরণের পোস্টার দেখা যায়নি। সকালে রাস্তায় বেরিয়ে দেখতে পাচ্ছি এই সমস্ত পোস্টার। কে বা কারা করেছে তা জানিনা। তবে বোঝা যাচ্ছে রাতের অন্ধকারে পোস্টারগুলি মারা হয়েছে।” গোটা ঘটনায় বিজেপিরই অন্য গোষ্ঠীর দিকেই অভিযোগের আঙুল উঠেছে।