দুই দিন ধরে চলা ইন্ডিয়া টুডে ইস্ট কনক্লেভ ২০২১-এর আজই শেষ দিন। এই অনবদ্য প্ল্যাটফর্মে থাকছেন দেশের ও রাজ্যের একেবারে শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা। আজ সেখানে যোগ দিয়েই কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূলের রাজ্যসভার নেতা তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, মোদী ও শাহ তার দল রাজ্যে এসে ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে। বলছে সিএএ চালু করবে। তাদের জিজ্ঞাসা করা উচিত শেষ ৬ বছর তারা দেশের জন্য কী করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ ১০ বছর রাজ্যের জন্য কী করেছে।
এরপরই ডেরেকের আক্রমণ, এই সরকার একের পর এক শক থেরাপি নিয়ে এসেছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ দেশে শক থেরাপি ব্যবহার করছেন। নিজেদের ইচ্ছে মতো যা ইচ্ছে ঘোষণা করছেন, বিল আনছেন। বিরোধীদের কথাই শোনেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খোলাখুলি সংসদে দাঁড়িয়ে বলছেন, তাঁদের ৩১ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা সত্যিকে মিথ্যে করতে পারি, মিথ্যেকে সত্যি করতে পারি। এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মানায়? রাজ্যসভায় এভাবে বিল পাশ হতে পারে? কোথায় সিএএ আইন লাঘু হয়েছে? ফেক নিউজ ছড়ানো বন্ধ করা উচিত বলেও মনে করেন ডেরেক। তাঁর অভিযোগ, বিজেপি আইটি সেলের মাধ্যমে ফেক নিউজ ছড়াচ্ছে।