শূন্যপদ পূরণ, সকলের জন্য খাদ্য, শিক্ষা-সহ একাধিক দাবিতে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড বাঁধে এস এন ব্যানার্জি রোড। গতকাল বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলেই লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের তরফে ইট ছোঁড়া হলে পাল্টা জলকামান, কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে পুলিশ। এর প্রতিবাদেই শুক্রবার ১২ ঘণ্টার বনধ ডাকে বামেরা৷ তবে সেই বনধ পালনে জোর করে দোকানপাট বন্ধ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বামেদের সঙ্গে যৌথ মিছিল থেকে বেরিয়ে গেল ক্ষুব্ধ কংগ্রেস৷ ঘটনাটি ঘটেছে শিয়ালদহ বৈঠকখানা বাজার এলাকায়।
এদিন হরতালের সমর্থনে ১১টায় এন্টালি মার্কেট থেকে কলেজস্ট্রিট পর্যন্ত মিছিল শুরু করে বাম-কংগ্রেস। ওই মিছিলে প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীর মতো দুই দলের শীর্ষ নেতারা ছিলেন৷ তবে বৈঠকখানা বাজারের কাছে মিছিল পৌঁছতেই গন্ডগোল বাঁধে৷ জোর করে দোকান বন্ধ, গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার করেছে তারা৷ তাদের দাবি, কংগ্রেসের দলীয় পতাকা হাতে কয়েকজন এই বিশৃঙ্খলা ঘটিয়েছে৷ সিপিএমের এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস৷ দলের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি মিছিল থেকে বেরিয়ে গিয়েছেন৷ দলের আরও এক বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য প্রথমে মিছিল থেকে বেরিয়ে গেলেও পরে যোগ দেন৷ তবে এদিনের ঘটনা যে দুই জোটবন্ধুর কাছেই অস্বস্তির, তা বলার অপেক্ষা রাখল না৷