কৃষক আন্দোলন নিয়ে বর্তমানে গোটা দেশ উত্তাল। এমনকি এর রেশ ছড়িয়েছে বিদেশেও। যার কবল থেকে। বাদ পড়েনি ভারতীয় ক্রিকেট দলও। আজ চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজের শুভারম্ভ৷ এদিকে, বৃহস্পতিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে হাজির হয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন যে, কৃষক আন্দোলন নিয়েও টিম মিটিংয়ে হয়েছে আলোচনা৷
সাংবাদিকদের সামনে গতকাল কোহলি বলেছেন, “দেশের যে কোনও সাম্প্রতিক ইস্যু নিয়েই আমরা কথা বলি৷ সকলেই সেখানে নিজেদের মন্তব্য রাখে৷ দলের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গিয়েই টিম মিটিংয়ে সংক্ষেপে কৃষক আন্দোলনের প্রসঙ্গ উঠে আসে৷ আমরা আলোচনা করি৷” উল্লেখ্য, কৃষক আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক পপ তারকা রিহানা এবং পরিবেশ কর্মী গ্রেটা ঠুনবার্গের ট্যুইটের গতকাল পাল্টা জবাব দিয়েছিলেন নেতা-মন্ত্রী থেকে শুরু করে সমাজের তালিকায় ছিলেন দেশের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররাও৷
দেশবাসীকে এইসময় একজোট থাকার আবেদন জানিয়ে ট্যুইট করেন সচকনয় তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ও, অনিল কুম্বলে, বিরাট ও অজিঙ্কা রাহানেরা। গতকাল কোহলি ট্যুইটারে লিখেছিলেন, “এই মতবিরোধের সময় সবার ঐক্যবদ্ধ থাকা উচিত৷ কৃষকরা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ এবং আমি আশাবাদী আলোচনার মাধ্যমেই সবপক্ষ শান্তিপূর্ণ সমাধান বের করতে পারবে এবং আমরা একসঙ্গে এগিয়ে যাব৷” এরপর পরই কোহলি স্বীকার করলেন যে, টিম মিটিংয়েই কৃষি আইন ও কৃষক আন্দোল নিয়ে আলোচনা হয়েছে।