কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এখনও প্রতিবাদে অটল কৃষকরা। সম্প্রতি ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছিলেন পপ তারকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও কয়েকজন আন্তর্জাতিক স্তরের সেলিব্রিটি। তার পরেই ভারত সরকারের সমর্থনে টুইট করেন কয়েকজন বলিউড তারকা ও খ্যাতনামা প্রাক্তন ক্রিকেটার। এই প্রেক্ষিতে এবার মুখ খুললেনপ্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর। “ভারত সরকার যে গোঁয়ার্তুমি ও অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছে, তাতে আন্তর্জাতিক মহলে তার ভাবমূর্তির যথেষ্ট ক্ষতি হয়েছে। ক্রিকেটাররা টুইট করলেই সেই ভাবমূর্তি ভাল হয়ে যাবে না।” জানিয়েছেন থারুর।
টুইট করে তিনি বলেন, “পশ্চিমী সেলিব্রিটিদের মন্তব্যের প্রতিক্রিয়া জানানোর জন্য সরকার কয়েকজন ভারতীয় সেলিব্রিটিকে নিয়োগ করেছে। একগুঁয়েমি ও অগণতান্ত্রিক মনোভাবের ফলে বিদেশে সরকারের ভাবমূর্তি এখন খারাপ। এই পরিস্থিতিতে কয়েকজন ক্রিকেটার টুইট করলেই ভাবমূর্তি ভাল হয়ে যাবে না।” ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকর, অনিল কুম্বলে এবং রবি শাস্ত্রী দু’টি হ্যাশট্যাগে টুইট করেছিলেন। সেগুলি হল ‘ইন্ডিয়া টুগেদার’ ও ‘ইন্ডিয়া এগেন্সট প্রোপাগান্ডা’। শশী তারুর পাল্টা টুইট করে বলেন, “কৃষি আইনগুলি প্রত্যাহার করা হোক। কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হোক। তবেই ভারত ঐক্যবদ্ধ হবে।”
এপ্রসঙ্গে অপর প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, রিহানা ও গ্রেটা থুনবার্গ টুইট করার পরে বিদেশমন্ত্রক ঘুম থেকে জেগে উঠেছে। উল্লেখ্য, কৃষকরা যে জায়গাগুলিতে অবস্থান করছেন, সেখানে পুলিশ ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। জল ও বিদ্যুতের সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় কৃষকরা চাক্কা জ্যাম-এর কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার পেশ হওয়া বাজেট নিয়েও কৃষকরা অসন্তুষ্ট হয়েছেন। তাঁদের বক্তব্য, কৃষির উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি কেন্দ্রীয় বাজেটে। প্রসঙ্গত, গত প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে। পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় এক কৃষকের। আহত হন বহু কৃষক। সবমিলিয়ে বিজেপিশাসিত সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই।