কোয়ারেন্টাইন পর্বে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন অজিঙ্কা রাহানের স্ত্রী। মেয়ের সঙ্গে ‘ড্যাডি ফিঙ্গার…’ গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছিল ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ককে। শুক্রবার দু’টি ভিন্ন স্বাদের ছবি দেখা গেল টিম ইন্ডিয়ার শিবিরে। স্ত্রী রীতিকার সঙ্গে ব্যালকনিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন রোহিত শর্মা। আর ক্যাপ্টেন বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হোটেলের রুমেই শরীর চর্চায় ব্যস্ত ভিকে।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর রাহানেদের ঘিরে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। তবে দুই দলেরই লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত যদি ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারে, তাহলেই লন্ডনের টিকিট পাকা করে ফেলবে। আর রুট বাহিনীকে জিততে হবে আরও বড় ব্যবধানে।
ভারত ও ও ইংল্যান্ডের ক্রিকেটারদের বাধ্যতামূলকভাবে ছ’দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে, তাই দলের প্রত্যেক সদস্য এবং সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষাও হচ্ছে। দুই দল খেলবে চারটি টেস্ট। প্রথম দু’টি ম্যাচ হবে চেন্নাইয়ে। ২ ফেব্রুয়ারি দুই দলের অনুশীলনে নামার কথা।