উপলক্ষ নন্দীগ্রামে গণবিবাহের আসর৷ আর সেই অনুষ্ঠানেই কলকাতা থেকে নবদম্পতিদের জন্য উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার পাঠানো উপহার নিয়ে অনুষ্ঠানে হাজির হলেন রাজ্যের দুই মন্ত্রী এবং বিধায়ক৷
গণবিবাহে পাত্রীদের জন্য বেনারসি এবং পাত্রদের জন্য হাত ঘড়ি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই উপহার নিয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী পুর্ণেন্দু বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক স্মিতা বক্সি৷ নন্দীগ্রামে পল্লি উৎসব কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এই গণবিবাহ।
নন্দীগ্রাম থেকেই এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী৷ দলনেত্রীকে জেতাতে এখন থেকেই জোর কদমে প্রস্তুতিতে নেমে পড়েছে তৃণমূলের স্থানীয় এবং রাজ্য নেতৃত্ব৷ উৎসব কমিটির প্রধান শেখ সুফিয়ান বলেন, ‘নন্দীগ্রামকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনওই ভোলেননি। তাই প্রতি বছরের মতো এবছরেও নন্দীগ্রাম পল্লি উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে নব দম্পতিদের উপহার পাঠিয়েছেন তিনি৷’
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পুর্ণেন্দু বসু বলেন, ‘সবসময় বাংলার অসহায় মানুষের পাশে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ে রয়েছে, তাই এখানকার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছেন। আগামী দিনেও একই ভাবে বাংলার মানুষের পাশে থাকবেন তিনি৷’ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহারের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নবদম্পতিদের দেওয়া হয় সোনার গহনা, পিতল সামগ্রী, আসবাবপত্রের মতো বিভিন্ন উপহার।