শিয়রে একুশের বিধানসভা নির্বাচন। সেদিকেই কড়া নজর রেখেছে তৃণমূল। তাই বিধানসভা ভোটের আগে নিজেদের রণকৌশল স্থির করতে কালীঘাটে কোর কমিটির বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে কাজে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন তিনি।
নির্বাচনের আগে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন অনেকেই। একের পর এক বেড়েছে দলত্যাগীর সংখ্যা। তাই এদিনের বৈঠকে বেশ কয়েকটি কড়া নির্দেশ দিয়েছেন দলনেত্রী। সূত্রের খবর, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনও মন্তব্য করতে বারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন পর্যন্ত না নির্বাচনী আচরণবিধি লাগু হয়, আপাতত ততদিন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে প্রচারের কথা বলেছেন। দল-মত নির্বিশেষে প্রত্যেকের কাছে পৌঁছতে হবে, এমন বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বৈঠক শেষ করে তৃণমূল সাংসদ সৌগত রায় দলের তরফে কৃষি আইন নিয়ে অনমনীয় মনোভাবের নিন্দা করেন। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় কৃষকদের আন্দোলনের ঘটনায় বিজেপি ঘনিষ্ঠ একজন জড়িত রয়েছেন বলেও অভিযোগ করেন। রাষ্ট্রপতি এদিন কৃষি আইনকে সম্মান জানান। তবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে সম্মান জানিয়েও কৃষি আইনের সমর্থনের সমালোচনা করেন সৌগত রায়। আন্দোলনরত কৃষকদের পাশে তৃণমূল রয়েছে বলেও আরও একবার জানান তিনি।