এবার অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। শিশু-কিশোরদের সঙ্গে বইয়ের বন্ধুত্ব গাঢ় করতে নদীতে নৌকো ভাসাল তারা। হুগলি নদীতে চালু হল বোট লাইব্রেরি। মঙ্গলবার থেকে চালু হয়েছে এই পরিষেবা। দিনে ৩ বার মিলেনিয়াম পার্ক ও বেলুড় মঠ জেটির মধ্যে চলাচল করবে এই বোট লাইব্রেরি। পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, বিশেষ এই লঞ্চে রয়েছে ৫০০ ইংরাজি ও বাংলা বই। মূলত শিশু-কিশোরদের জন্য বাছাই করা হয়েছে পুস্তকসম্ভার। সঙ্গে রয়েছে হালকা খাবারের ব্যবস্থা। আবহে বাজবে রবীন্দ্রসঙ্গীত। ১৮ বছরের কম বয়সীদের জন্য ভাড়া ৫০ টাকা। অন্যদের ১০০ টাকা দিয়ে চড়তে হবে নৌ-গ্রন্থাগারে।
উল্লেখ্য, বোটে মিলবে ওয়াইফাই পরিষেবাও। তার মাধ্যমে অনলাইনে পড়া যাবে বই। সকাল ১১টায় মিলেনিয়াম পার্ক থেকে ছাড়বে প্রথম বোটটি। তার পর বেলা ১.১৫ মিনিট ও বিকেল ৩টেয় যাওয়া যাবে বেলুড় মঠের উদ্দেশে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান রাজনবীর সিং জানিয়েছেন, ‘বোটটি পরিবহণ নিগমের কর্মীরাই সাজিয়েছেন। আশা করি মানুষের তা পছন্দ হবে। জনপ্রিয়তা পেলে এরকম আরও বোট নামানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’