শেষমেশ মুক্তি পেলেন তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার একসময়ের ছায়াসঙ্গী ভিকে শশীকলা। ৬৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগে শেষ ৪ বছর তিনি জেলবন্দী ছিলেন তিনি। আজ সরকারী ভাবে কারাবাস থেকে রেহাই পেলেন শশীকলা। জেল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলের বিভিন্ন সরকারী নথিপত্রের কাজ হাসপাতালেই সারা হবে। যদিও হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন শশীকলা, তার স্পষ্ট ইঙ্গিত মেলেনি এখনও। আপাতত যা খবর, তাতে আরও কয়েক দিন চিকিৎসার জন্য হাসপাতালে থাকতে হতে পারে শশীকলাকে।
প্রসঙ্গত, জেল থেকে ছাড়া পাওয়ার ঠিক ৭ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন শশীকলা। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় প্রথমে বেঙ্গালুরুর একটি স্থানীয় হাসপাতালে, পরে ভিক্টোরিয়া হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রথমে শশীকলার আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ আসে। গত বৃহস্পতিবার তাই ফের করোনা পরীক্ষা করা হয় তাঁর। সেখানে পজিটিভ আসে রিপোর্ট।
বেঙ্গালুরুতে শশীকলাকে দেখতে এসেছিলেন শশীকলার আত্মীয় টিটিভি দীনকরণ। তিনি জানান, আপাতত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। ‘‘চিকিৎসকরা শশীকলার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। আমার কাছে খবর আছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।’’ সাংবাদিকদের জানান দীনকরণ। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, চিকিৎসকরদের সঙ্গে আলোচনা করে তবেই হাসপাতাল থেকে মুক্তির দিন ঘোষিত হবে শশীকলার।