একুশে বাংলায় হ্যাটট্রিক করতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। ভোটযুদ্ধে বিজেপি-কে রুখতে নতুন রণকৌশল তৈরিতে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ জানুয়ারি কালীঘাটে তৃণমূলনেত্রীর বাসভবন সংলগ্ন কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।
দলের সমস্ত সাংসদ, বিধায়কদের শুক্রবারের বৈঠকে ডাকা হয়েছে। সূত্রের খবর, প্রতিটি কেন্দ্র ধরে ধরে ভোটের আগে পর্যালোচনা করা হবে। পাশাপাশি ওই বৈঠক থেকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ফের রাজ্য সফরে আসছেন প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ’র সফরের ঠিক আগের দিন দলের বিধায়ক-সাংসদদের নিয়ে মমতার বৈঠক রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।
ওয়াকিবহাল মহল মনে করছে, ওই বৈঠক থেকে পরিষ্কার কোনও মেসেজ দিতে পারেন মমতা। তৃণমূলের অন্দরের খবর, ২৯-এর বৈঠকে বিশেষ কিছু সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো। প্রার্থী তালিকা থেকে রাজনৈতিক বিষয় আলোচনায় উঠে আসতে পারে সবই। ইতিমধ্যেই যে সমস্ত বিধায়ক, সাংসদরা ‘বেসুরো’ হয়েছেন কথা হতে পারে তাঁদের নিয়েও। যদিও এ সবটাই জল্পনা। তৃণমূলের তরফে কেউ কোনও মন্তব্য করেননি।