২০২১-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে কমপক্ষে ২২১টি আসন পাবে। পুরুলিয়ার কাশীপুরে সভা করে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা মদন মিত্র। মদন মিত্র বলেছেন আসন্ন নির্বাচনে ২২১ আসন পেয়ে তৃণমূল রাজ্যএ তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে। পাশাপাশি বিজেপিকে নিশানা করে তিনি বলেন, দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে, আউর পুরুলিয়া মাঙ্গোগে তো চির দেঙ্গে। মদন মিত্রের সঙ্গে এই সভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূলের ছাত্র সংগঠনের জয়া দত্ত এবং স্থানীয় বিধায়ক স্বপন বেলথরিয়া।
কর্মীদের মনোবল বাড়াতে গিয়ে মদন মিত্র বলেন, তিনি আগে বলেছিলেন হেলিকপ্টার নামতে দেবেন না। এবার তিনি বলছেন, পুরুলিয়া ব্লক করে দেব। এখানে বিজেপিকে ঢুকতে দেবো না। পায়ে হেঁটে পুরুলিয়ার বর্ডার ক্রস করতে না দেওয়ার চ্যালেঞ্জও নিয়েছেন তিনি। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তোমরা পুরুলিয়াকে মীরজাফর বানাতে চাইছো, আমি মীরজাফর থ্রি বানাবো।
পুরুলিয়ার এই সভায় মদন মিত্রের নিশানায় ছিলেন মূলত দলত্যাগী নেতারা। এইসব নেতাদের তিনি এঁটো মাল বলে কটাক্ষ করেন। প্রসঙ্গত এর আগে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন মদন মিত্র। তিনি বলেছিলেন ২০১৪ সাল থেকে বেইমানি করে আসছে। ধাপে ধাপে বেইমানি করেছে। সেটা নিজেই স্বীকার করেছে। তৃণমূল বেইমান মুক্ত হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
মদন মিত্র বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল দলবদলকারীদের নোবেল দেওয়া। এরপর নিজের কথা বলতে গিয়ে মমতার দীর্ঘদিনের বিশ্বস্ত এই সৈনিক বলেছিলেন, যুদ্ধ ক্ষেত্রে প্রাণ দেবেন, কিন্তু অধিকারীদের মতো বেইমানি করতে পারবেন না। এদিন দলীয় কর্মীদের আশ্বাস দিতে গিয়ে তিনি বলেন, একবার নয় বারবার পুরুলিয়ায় আসবেন। দরকারে একবার সকালে একবার রাতে আসবেন। আর নির্বাচনী লড়াইয়ে যা যা লাগে তা তিনি দলীয় কর্মীদের হাতে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। ‘খেলার’ জন্য বল-উইকেট ছাড়া যাবতীয় যা কিছু লাগবে, সব তিনি নিজেই পৌঁছে দেবেন।