আজ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসেই ভারতে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলল পেট্রোল-ডিজেলের দাম। গতবছরের শেষের দিকে কয়েক সপ্তাহ জ্বালানির মূল্যবৃদ্ধিটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। মাঝখানে প্রায় মাসখানেক নতুন করে পেট্রল-ডিজেলের দাম তেমন না বাড়লেও আগের মূল্যবৃদ্ধির ধাক্কাই এতদিন সামলাতে হচ্ছিল আম নাগরিককে। ২০২১ পড়তে না পড়তেই ফের নিয়মিত জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। যার জেরে সাধারণতন্ত্র দিবসেই সর্বকালের সব রেকর্ড ভেঙে ফেলল পেট্রোল-ডিজেল। রাজধানী দিল্লী এবং চার মহানগর তো বটেই ছোট শহরগুলিতেও নতুন নতুন রেকর্ড গড়ছে পেট্রোল। পিছিয়ে নেই ডিজেলও।
মঙ্গলবার রাজস্থানের শ্রীগঙ্গানগরে প্রথমবার সেঞ্চুরির গণ্ডি পেরল পেট্রোলের দাম। সাধারণ পেট্রোলের দাম এই শহরটিতে ৯৮.১৩ টাকা হলেও এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল এখানে মিলছে ১০০.৮৮ টাকায়। রাজধানী দিল্লীতে এদিন পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়ে হয়েছে ৮৬টাকা ৫ পয়সা। একইভাবে ডিজেলের দাম ৭৫ টাকা ৮৮ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৬ টাকা ২৩ পয়সা। মুম্বইয়ে পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়ে হয়েছে ৯২টাকা ৬২ পয়সা। একইভাবে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৩টাকা ৩ পয়সা। শহর কলকাতায় আজ রেকর্ড গড়ে ডিজেলের দাম হয়েছে ৭৯ টাকা ৮৩ পয়সা। পেট্রোলের দাম হয়েছে ৮৭টাকা ৪৫ পয়সা। চেন্নাইয়ে আজ লিটারপ্রতি পেট্রোলের দাম ৩১ পয়সা থেকে বেড়ে হয়েছে ৮৮টাকা ৬০ পয়সা। একইভাবে ডিজেলের দাম হয়েছে ৮১টাকা ৪৭ পয়সা।