কেন্দ্রের নয়া কৃষি আইনের ইস্যুতে এবার চাষীদেরই পাশে দাঁড়ালেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ নানা পাটোলে। গত সেপ্টেম্বরে সংসদে তিনটি কৃষি বিল পাশ হয়। কিন্তু প্রজাতন্ত্র দিবসের সকালে নানা পাটোলে জানালেন, তাঁদের রাজ্যে ওই তিনটি কৃষি আইন কার্যকরী হবে না। মুম্বইয়ের আজাদ ময়দানে এদিন বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক হাজার কৃষক। দিল্লীতে কৃষক আন্দোলনের সমর্থনে রাজ্যের নানা জেলা থেকে এসেছেন তাঁরা।
পাটোলে এদিন কৃষকদের জমায়েতে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, “মহারাষ্ট্র সরকার একটি কমিটি তৈরি করবে। বিতর্কিত তিনটি কৃষি আইন খতিয়ে দেখবে ওই কমিটি। রাজ্য সরকার ওই আইনগুলি কার্যকর করবে না।” পরে পাটোলে বলেন, “প্রথমে আমি একজন কৃষক, তারপর সাংবিধানিক পদাধিকারী। কৃষক হিসাবে আমি এই সমাবেশে এসেছি।” সোমবার আজাদ ময়দানের জমায়েতে উপস্থিত হয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি বালাসাহেব থোরাটও। সোমবার আজাদ ময়দান থেকে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন কৃষকদের প্রতিনিধিরা। রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি এখন শহরে নেই। রাজভবন থেকে কৃষক প্রতিনিধিদের ফিরে আসতে হয়েছে। রাজ্যপালকে কটাক্ষ করে শরদ পাওয়ার বলেন, “মহারাষ্ট্রে এমন রাজ্যপাল কখনও আসেননি। তিনি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দেখা করার সময় পান। কিন্তু কৃষকদের সঙ্গে দেখা করার সময় পাননি।”
উল্লেখ্য, আজ দিল্লীতে কৃষকদের মিছিলকে কেন্দ্র করে শুরু হয়েছে অস্থিরতা। কয়েক হাজার কৃষক পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে পায়ে হেঁটে ঢুকে পড়েছেন দিল্লীতে। তাঁদের পিছনে রয়েছে ট্র্যাক্টর। দিল্লী পুলিশ বলেছিল, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হওয়ার পরে কৃষকরা মিছিল করতে পারবেন। কিন্তু তার আগেই দিল্লীতে ঢুকে পড়েছে মিছিল। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে। লাঠিচার্জ করেছে। এদিন প্রজাতন্ত্র দিবসের কুচাকাওয়াজ শুরুর আগে, সকাল আটটা নাগাদ কৃষকরা ব্যারিকেড ভেঙে ফেলেন। দিল্লী-হরিয়ানা সীমান্তে সিঙ্ঘু অঞ্চলে ও দিল্লীর পশ্চিমে টিকরি অঞ্চলে হাজার হাজার কৃষককে মার্চ করে দিল্লীতে ঢুকতে দেখা যায়। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। মিছিলে প্রচুর ট্র্যাক্টরও দেখা যায়। দিল্লীর অক্ষরধাম নামে এক জায়গায় তোলা ভিডিও চিত্রে দেখা যায়, পুলিশ ওভারব্রিজের ওপর থেকে কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ছে। আর একটি ভিডিও চিত্রে দেখা যায়, দিল্লীর আউটার রিং রোড দিয়ে চলেছে সারি সারি ট্র্যাক্টর। টিকরিতে কৃষক নেতারা অনুগামীদের শান্তিরক্ষা করতে অনুরোধ করেন। মিছিল কোন পথে যাবে, তা নিয়ে তাঁরা আলোচনায় বসেন পুলিশের সঙ্গে।
প্রসঙ্গত, গত রবিবার দিল্লী পুলিশ কৃষকদের মিছিলে অনুমতি দেয়। সেই সঙ্গে সকলকে সতর্ক করে বলে, “মিছিলের সুযোগে দুষ্কৃতীরা আইন-শৃঙ্খলার সমস্যা সৃষ্টি করতে পারে।” “১৩ থেকে ১৮ জানুয়ারির মধ্যে পাকিস্তান থেকে ৩০০ টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাদের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা।” জানান পুলিশের স্পেশাল কমিশনার দীপেন্দ্র পাঠক।