প্রজাতন্ত্র দিবসের সকালে কৃষকদের ট্র্যাক্টর র্যালি ঘিরে উত্তেজনা ছড়াল। ওই কর্মসূচির আগে দিল্লীর সিংঘু সীমানায় পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ উঠল বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ। প্রতিবাদী কৃষকদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ পুলিশের। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মী।
কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার দিল্লীতে ট্র্যাক্টর র্যালির ডাক দিয়েছেন দেশের অন্নদাতারা। টালবাহানার পর শেষমেশ কৃষকদের র্যালির অনুমতি দিয়েছে দিল্লী পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দিল্লীর সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে বিক্ষুব্ধ কৃষকদের উপর লাঠি চার্জ করল পুলিশ। ছোঁড়া হল টিয়ার গ্যাসও। এদিন সকলেও সিংঘু বর্ডার থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল এসে পৌঁছয়। তারপরও পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনরত কৃষকরা। পালটা লাঠিচার্জ করে পুলিশ। সব মিলিয়ে এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত রাজধানী দিল্লী।
উল্লেখ্য, কৃষি আইন বিরোধী বিক্ষোভ প্রায় দু’মাস ধরে চলছে। সাধারণতন্ত্র দিবসে দিল্লীর সিংঘু সীমান্ত থেকে রাজধানীতে প্রবেশ করে মেগা ট্রাক্টর র্যালির আয়োজন করেছে কৃষকরা। যার মহড়াও ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আপাতত, এই প্রস্তাবিত ট্রাক্টর র্যালিই রক্তচাপ বাড়াচ্ছে কেন্দ্রের।