আজ গোটা ভারতজুড়ে পালন হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। দেশবাসীকে টুইট করে আজ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি টুইট করে লেখেন, “আমাদের ভবিষ্যৎ নির্ভর করে বর্তমানের কাজের ওপর। দেশের শক্তি হয়ে উঠে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আমাদের লক্ষ্য। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ।”
এদিন বিরাট কোহলির পাশাপাশি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শচীন তেন্ডুলকরও। তিনি টুইট করে লেখেন, “আমাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। দেশ যে কালজয়ী নীতিগুলি স্থির করে, সেগুলি আমাদের পথনির্দেশক হয়ে উঠুক।” এছাড়াও, শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ, অজিঙ্ক রাহানেরাও।
উল্লেখ্য, করোনা অতিমারির কারণে এবছর বেশ কিছু সতর্কতা মেনেই রাজপথে পালন হল প্রজাতন্ত্র দিবস। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকলেও কোনও বিদেশি অতিথি ছিলেন না এবারে। কাটছাঁট করা হয়েছিল অনুষ্ঠানেও। এমনকি কলকাতায় রেড রোডেও পালন হয় প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন গোটা দেশেরই নজর রাজধানীর কৃষক আন্দোলনে।