ফুটবলার হিসেবে জিতেছিলেন একাধিক ট্রফি। স্বপ্ন ছিল, চেলসি কোচের পদেও সাফল্যের সেই ধারাবহিকতা বজায় রাখবেন। তবে মাত্র দেড় বছরের মধ্যেই কোচের পদ থেকে ছাঁটাই হলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। বিশ্বের যে কোনও প্রান্তে দলের খারাপ ফলের দায় সবার আগে কোচের উপর গিয়েই পড়ে। চেলসির ক্ষেত্রেও তার কোনও পরিবর্তন ঘটল না।
চেলসির পরবর্তী কোচ হিসেবে দৌড়ে এগিয়ে জার্মান কোচ টমাস চুচেল। গত ২৯ ডিসেম্বর প্যারি সাঁজাঁ কোচের পদ থেকে তাঁকে ছাঁটাই করা হয়েছিল। সব ঠিকঠাক থাকলে, টুচেলের হাতেই দলের দায়িত্ব তুলে দিতে চলেছেন চেলসি কর্তারা।
মাত্র এক বছরের কোচিং অভিজ্ঞতা নিয়েই গত মরশুমে চেলসির দায়িত্ব নিয়েছিলেন ল্যাম্পার্ড। প্রথম মরশুমেই তাঁর কোচিংয়ে দল প্রিমিয়ার লিগে প্রথম চারে অভিযান শেষ করে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করে দ্য ব্লু’জ। পাশাপাশি এফএ কাপের ফাইনালে পৌঁছয় দল। তবে নতুন মরশুমে প্রথম ম্যাচ থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে তাদের। শেষ আটটি লিগ ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারের স্বাদ পেতে হয় চেলসিকে। আর এই খারাপ ফর্মের ফলেই চাকরি হারাতে হল ল্যাম্পার্ডকে। উল্লেখ্য, ফুটবল কেরিয়ারের বেশিরভাগ সময়টাই চেলসিতে কাটান এই তারকা মিডিও। ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত নীল জার্সিতে ২১১টি গোল রয়েছে তাঁর। পাশাপাশি তিনটি প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন ল্যাম্পার্ড।
সোমবার কোচ ছাঁটাইয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন দলের কর্ণধার ধনকুবের রোমান আভ্রামোভিচ। প্রেস বিবৃতিতে তিনি জানান, ‘সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। ফ্র্যাঙ্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। ওর প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে। যোগ্যতা নিয়েও কারও কোনও সন্দেহ নেই। তবে দল যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাকে কাটিয়ে উঠতে হলে কোচ পরিবর্তনই একমাত্র উপায়। দলের প্রত্যেক সদস্য ও চেলসি বোর্ডের পক্ষ থেকে আমি ল্যাম্পার্ডকে ধন্যবাদ জানাতে চাই। কোচ হিসেবে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক।’