এবার ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালসে জায়গা করে নিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত ও পি ভি সিন্ধু। আগামী ২৭ থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতা হবে।
তবে শ্রীকান্ত ও সিন্ধু ফাইনালসে জায়গা পাকা করলেও পুরুষদের ডাবলস ও মিক্সড ডাবলসে ভারতের কোনও জুটি ফাইনালসের যাওয়ার ছাড়পত্র আদায় করতে পারেনি। ডাবলসে রয়েছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। মিক্সড ডাবলসে ভারতের জুটি সাত্ত্বিকসাইরাজ ও অশ্বিনী পোনাপ্পা। দুটো দলই ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে।
উল্লেখ্য, রুম পার্টনার সাই প্রণীত কোভিড পজিটিভ হওয়ার পর নাম তুলে নিতে বাধ্য হয়েছিলেন শ্রীকান্ত। তবে এরপর দুবার তাঁর কোভিড টেস্ট নেগেটিভ আসায় কোর্টে নামার ছাড়পত্র পেয়েছিলেন এই শাটলার। আর কোর্টে নেমেই ট্যুর ফাইনালসে পৌঁছে গেলেন শ্রীকান্ত। বিশ্ব ক্রমপর্যায়ে সাত নম্বরে থাকা সিন্ধুও ফাইনালসে খেলার টিকিট পেয়ে গেলেন।