আজ প্রজাতন্ত্র দিবসে রাজধানী রাজপথে মেগা ট্রাক্টর র্যালির সাক্ষী থাকছে দেশ। দিল্লীর রেড রোডে সরকারি অনুষ্ঠান চললেও সমস্ত প্রচারের আলোই কেড়ে নিয়েছে দেশের কৃষকদের এই ট্র্যাক্টর র্যালি। এবার জানা গেল, সংসদে যখন সাধারণ বাজেট পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তখন দেশ সাক্ষী থাকবে আরও এক মেগা কিষাণ র্যালির। তবে সেটা আর ট্রাক্টর নয়, পায়ে হেঁটে। সোমবার আন্দোলনরত কৃষক সংগঠনের তরফে বলা হয়েছে, পয়লা ফেব্রুয়ারি তাঁরা পায়ে হেঁটে সংসদ ভবন অভিযান করবেন।
যে সংগঠনগুলো সিঙ্ঘু সীমান্তে কৃষক আন্দোলনে রয়েছে, পাশাপাশি সরকারের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে, তাদের মধ্যে অন্যতম কীর্তি কিষাণ সংঘ। সেই সংগঠনের নেতা দর্শন পাল সোমবার এই ঘোষণা করেছেন। এটাকে তাঁরা আইন অমান্য কর্মসূচি হিসেবে পালন করবেন। এমনটাই সূত্রের খবর। যদিও, পূর্ণাঙ্গ কর্মসূচী আগামী কয়েকদিনের মধ্যে ঘোষিত হবে। এমনটাই জানিয়েছেন দর্শন পাল। তবে শান্তিপূর্ণ হবে এই পদযাত্রা, দাবি কীর্তি কিষাণ সংঘের। ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি বলবীর সিং বলেন, ‘আজকের ট্রাক্টর র্যালির পর কাউকে গ্রামে ফিরতে না করা হয়েছে। বরং সিংঘু সীমান্তে তাঁরা অবস্থান করবেন।’