এবার প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে সারমেয়দের ছবি পোস্ট করে ‘ধর্মীয় মেরুকরণের’ রাজনীতিকে বিঁধলেন মীর আফসার আলি। মনে করিয়ে দিলেন ‘মানুষ’ নামক জীব ‘দু-মুখো’ হলেও চারপেয়েরা তা কখনই নয়!
এদিন সকালে মীর দুই পথ-সারমেয়দের ছবি দিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন। অবলীলাক্রমে অবসরযাপন, যাকে বলে, সেটাই করছে তারা। সেই ছবি শেয়ার করেই মীরের মন্তব্য, ‘ওই দেখ। আবার পতাকা তুলে দেশের গান গাইছে ওরা। আবার তো কাল সকাল থেকে ধর্মের নামে একে অপরকে খিস্তি দেবে, মারধর করবে! আমরাই ভাল রে। অন্তত এদের মতো দু-মুখো নই!’ এমনই ‘রসিক’ পোস্ট বেজায় ‘বিস্ফোরক’ ঠেকেছে নেটিজেনদের একাংশের কাছে। তাই কৌতূকশিল্পী তথা অভিনেতা যেন নিজের ভাবমূর্তি এভাবে নষ্ট না করেন, সেই অনুরোধ করেছেন তাঁরা। কেউ কেউ আবার মীরের এমন ‘বুকের পাটা’ দেখে চোখও রাঙিয়েছেন।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসই হোক কিংবা সাধারণতন্ত্র দিবস, এই দিনগুলিতে সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমের বন্যা বয়ে যায়। আর বছরের বাকি দিনগুলিতে সেই দেশপ্রেম নেটিজেনদের মতে ‘জানলা দিয়ে পালিয়ে’ ধর্মের নামে মারধর, খুনোখুনির মতো নৃশংস ঘটনাও ঘটে। সেই তথাকথিত দেশপ্রেমিকদেরই মীর চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিলেন যে বছরের আর পাঁচটা দিনও যদি পরস্পরের প্রতি এই ভালবাসা বজায় থাকত, তাহলে হয়তো দেশবাসীকে কখনও ‘রাম কে নাম’ আবার কখনও বা ‘আল্লাহ কে নাম’-জপ করে খুনোখুনির সাক্ষী থাকতে হত না!