প্রথম পর্বে নর্থ ইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছিল এটিকে মোহন বাগান। মঙ্গলবার আইএসএলে দ্বিতীয় পর্বে সেই পাহাড়ি দলের বিরুদ্ধে খেলতে নামার আগে আত্মতুষ্ট নয় সবুজ-মেরুন শিবির। কোচ হাবাস বলছেন, ‘প্রথম লেগ অতীত। প্রতিদ্বন্দ্বী কোনও দলকেই হাল্কাভাবে নেওয়া উচিত নয়। প্রতিটি ম্যাচই নতুন। তিন পয়েন্টের জন্য প্রয়োজন সেরা পারফরম্যান্স মেলে ধরা। ছেলেদের বলেছি, যে কোনও মূল্যে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
হাবাস বলেছেন, আমরা আপাতত লিগ টেবিলে স্বস্তিজনক অবস্থায় রয়েছি। এখনও অর্ধেক কাজ বাকি। এবারের আইএসএল সবদিক থেকেই ব্যতিক্রমী। পাঁচ মাস জৈব বলয়ের মধ্যে থেকে খেলতে হচ্ছে। মরশুমের শুরুতেই দল থেকে ছিটকে গিয়েছে আক্রমণভাগের অন্যতম দুই ফুটবলার সুসাইরাজ ও জবি জাস্টিন। এই দু’জনের অনুপস্থিতি বড় ফ্যাক্টর। তাই গত মরশুমের মতো আক্রমণাত্মক খেলা সম্ভব নয়। প্রতি-আক্রমণ নির্ভর খেলা স্ট্র্যাটেজিরই অঙ্গ। এটিকে মোহন বাগানের রক্ষণাত্মক ফুটবল নিয়ে অনেকেই সমালোচনা করছেন। এটা নিয়ে বড় বেশি নেতিবাচক আলোচনা হচ্ছে। কিন্তু ইউরোপের সেরা লিগগুলির দিকে তাকিয়ে দেখুন। ৬৫ শতাংশ গোলই আসে দ্রুতগতির প্রতি-আক্রমণ থেকে। ২০ শতাংশ গোল হয় সেটপিসের সৌজন্যে। মাত্র ১০ গোল পজেশনাল ফুটবল থেকে। বাকি পাঁচ শতাংশ হয় অন্যান্য ফ্যাক্টরের মাধ্যমে। তাই আমরা প্রতি-আক্রমণ নির্ভর ফুটবলই খেলব।’
জেরার্ড নাস দায়িত্ব ছাড়ার পর নর্থ ইস্ট ইউনাইটেডের দায়িত্বে এসেছেন খালিদ জামিল। বেঙ্গালুরু এফসি থেকে পাহাড়ি দলটিতে এসেছেন স্ট্রাইকার ব্রাউন। তবে তাঁকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘নর্থ ইস্ট কঠিন চ্যালেঞ্জার। তবে ওদের বিশেষ কোনও ফুটবলারকে নিয়ে ভাবছি না। গুরুত্ব দিচ্ছি গোটা দলকেই।’
আইএসএলে কার্যত প্লে-অফে চলে গিয়েছে দল, এমনটা মানতে রাজি নন এটিকে মোহন বাগান কোচ। প্রসঙ্গক্রমে তাঁর বক্তব্য, ‘জানি না, কারা কত পয়েন্ট পেয়ে লিগ পর্বের খেলা শেষ করবে। তবে আমি নির্দিষ্ট পরিকল্পনা করে এগতে চাই। দ্বিতীয় লেগের বাকি আটটি ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য।’ চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে শেষ লগ্নের গোলে জিতলেও রয় কৃষ্ণাদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্প্যানিশ কোচ বলছেন, ‘ফুটবলে গোলই আসল কথা। সেটা যেভাবেই হোক। ভালো খেলে হেরে গেলে কেউ মনে রাখে না।’