নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে কাছে গিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘বিজেপির দাবি ভোটার লিস্টে ১০ শতাংশ বাংলাদেশী ও রোহিঙ্গাদের নামে আছে। কিন্তু নির্বাচন কমিশন ভোটার তালিকা বানায়। এমন অভিযোগের অর্থ নির্বাচন কমিশনের দিকেই আঙুল তোলা। আমরা নির্বাচন কমিশনারের কাছে গিয়ে সেটাই বলেছি।’
সেইসঙ্গে ‘গোলি মারো’ বিতর্কেও বিজেপিকে একহাত নিলেন তিনি। এদিন ফিরহাদ বলেন, বিজেপি ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যে মদত দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে সেই বিষয়টা দেখতে বলেছি। আমরা সবাই সুষ্ঠু ও অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন চাই। ‘গোলি মারো’ স্লোগানে সমাজকে ভাগ করার চেষ্টা চলছে। তারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ভোট চাইছে।’ প্রসঙ্গত এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন কমিশনের কাছে দেখা করতে আসেন।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় কলকাতায় আসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার সকালে থেকেই দিনভর হাইভোল্টেজ বৈঠক করে চলেছে নির্বাচন কমিশন। শুক্রবার দিল্লী ফেরার দিন সাংবাদিক বৈঠকে করবেন কমিশনের কর্তারা। সূত্রের খবর, ইতিমধ্যেই সব জেলাশাসকদের নিজেদের রিপোর্ট তৈরি রাখতে বলেছেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিতে বলেছেন তিনি। বাতিলযোগ্য নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ছাড়াও জামিন অযোগ্য ধারায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের দ্রুত গ্রেফতারির কথা বলেছেন জৈন।