ভারতে করোনা প্রতিষেধক তৈরির পরীক্ষাগার পুণের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে ইনস্টটিউটের টার্মিনাল ওয়ানের কাছে আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। তবে সূত্রের খবর, করোনা টিকা কোভিশিল্ড যেখানে তৈরি হয়, সেই জায়গাটি আপাতত সুরক্ষিতই রয়েছে।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৪টি ইঞ্জিন। দমকলকর্মীদের সহায়তায় ইনস্টিটিউটে থাকা সব বিজ্ঞানীকে নিরাপত্তার স্বার্থে বাইরে বের করে আনা হয়েছে। অগ্নিকাণ্ড ঘিরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে ইনস্টিটিউটে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আগুন লাগে সিরাম ইন্সস্টিটিউটের একটি অংশে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ফলে আতঙ্ক ক্রমেই বাড়তে থাকে। তবে, আশার কথা হল, যে জায়গাটিতে ভ্যাকসিন তৈরি হচ্ছে, তার ধারেকাছেও পৌঁছতে পারেনি আগুন। বিরাট বড় এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে সিরাম ইন্সস্টিটিউট। তারই একটি অংশে আগুন লাগে। কিন্তু সেখান থেকে ভ্যাকসিন তৈরির জায়গা অনেকটাই দূরে। ফলে সেখানে আগুনের কোনও আঁচই এসে পড়েনি।
অন্যদিকে, বুধবারই কলকাতায় এসে পৌঁছেছে করোনার টিকা কোভিশিল্ডের ৬৯,৯০০টি ভায়াল (৬.৯৯ লাখ ডোজ)। কিন্তু প্রথম দফার ৬৮,৯০০ ভায়াল নিয়ে টিকাকরণ কর্মসূচি শুরু করে রাজ্যে কিছুতেই গতি আসছে না টিকা দানে। শনিবার প্রথম দিন ১৫,৭০৭ জনকে টিকা দেওয়ার (টিকাকরণের হার ৭৬%) পর লক্ষ্য ছিল, হার বাড়ানো। কিন্তু সোমবার দ্বিতীয় দিনে (১৪,১১০ /৬৮.১৬%) ও মঙ্গলবার তৃতীয় দিনে (১৩,৬৯৩/৬৮.৪৭%) উত্তরোত্তর কমেছে টিকাকরণ। কো-উইন বিভ্রাট যার বড় কারণ।