সামনেই নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য চাপানউতোর। কেন্দ্র দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে ঘোষণা করেছে। যদিও তার বিরোধিতা করেছে ফরওয়ার্ড ব্লক। ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালনের দাবি করেছে তারা। বাংলার সরকার অবশ্য এই দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে ঘোষণা করেছে। কীভাবে ১২৫ তম জন্মজয়ন্তীতে নেতাজীকে শ্রদ্ধা জানানো হবে তা নিয়ে চলছে কেন্দ্র-রাজ্য প্রতিযোগিতা। এবার একাধিক ভাবনার কথা ঘোষণা করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
এদিন এসবিএসটিসি’র তরফে জানানো হয়েছে, কৃষ্ণনগর বাস টার্মিনাসকে ‘নেতাজি সুভাষ এসবিএসটিসি বাস টার্মিনাস’ নামকরণ করা হবে। বেশ কয়েকটি রুটেও একটি করে নতুন বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। যেমন মায়াপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি বাস সার্ভিসের নাম দেওয়া হবে ‘নেতাজী এক্সপ্রেস’। টালিগঞ্জ থেকে তারাপীঠ পর্যন্ত বাস সার্ভিসের নাম দেওয়া হবে ‘আজাদ হিন্দ এক্সপ্রেস’। টালিগঞ্জ থেকে ঝাড়গ্রাম পর্যন্ত বাস সার্ভিসের নাম দেওয়া হবে ‘জয় হিন্দ এক্সপেস’। উল্লেখ্য, ইতিমধ্যেই রেলমন্ত্রকের তরফে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করা হয়েছে। ওই দূরপাল্লার ট্রেনটির নামকরণ করা হয়েছে ‘নেতাজীএক্সপ্রেস’।
প্রসঙ্গত, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ২৩শে জানুয়ারির মূল অনুষ্ঠানের আয়োজন হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া হলে। যার উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রোটোকল অনুযায়ী তাঁরও উপস্থিত থাকার কথা সেখানে।