প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ভারতের সিরিজ জয়ের কথা অতি বড় সমর্থকও ভাবেনি। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অসাধ্যসাধন করে দেশে ফিরল টিম ইন্ডিয়া। তবে, চোট আঘাতে জর্জরিত দল নিয়ে অজিদের ঘরের মাঠে হারানোর পর টিম ইন্ডিয়ার তারকাদের যে নায়কোচিত সংবর্ধনা পাওয়ার কথা ছিল, সেটাই তাঁরা পেলেন না। কারণ অবশ্যই করোনা মহামারী। যে কারণে, বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটারদের দেখার জন্য সমর্থকদের সেই উন্মাদনাও চোখে পড়েনি। তাছাড়া, গোটা বিমানবন্দর চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। গোটা দল অবশ্য একসঙ্গে মুম্বই ফেরেওনি। অনেকেই ফিরেছেন আলাদা আলাদাভাবে।
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য পারফরম্যান্স করা তারকাদের নিয়ে উন্মাদনা যে একেবারেই ছিল না, তা কিন্তু নয়। তবে, নিরাপত্তার কড়াকড়ির জন্যই পন্থ, রাহানেদের ধারেকাছে যেতে পারেননি সমর্থকরা। উন্মাদনা যা কিছু তা সোশ্যাল মিডিয়াতেই চোখে পড়ছে। যেখানে অনেকে আবার গাব্বার ঐতিহাসিক জয়ের নায়ক পন্থকে তুলনা করছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। সদ্যই টেস্ট ক্রিকেটে ধোনির দ্রুততম ১ হাজার রানের রেকর্ডটি ভেঙেছেন পন্থ।
যদিও দিল্লীর তারকা নিজের সঙ্গে ধোনির এই তুলনা একেবারেই অনুচিত বলে মনে করছেন। দেশে ফিরে বিনয়ের সঙ্গে তাঁকে বলতে শোনা গেল, “ধোনির মতো কারওর সঙ্গে তুলনা করা হলে ভাল তো লাগবেই। তবে আমি চাই না মাহি ভাইয়ের মতো কিংবদন্তির সঙ্গে আমার তুলনা হোক। আমি নিজের জন্য আলাদা জায়গা তৈরি করতে চাই। একজন তরুণ ক্রিকেটারের সঙ্গে এত বড় কিংবদন্তির তুলনাটা একদমই ভাল ব্যাপার নয়।”
প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার অনেক তারকাই প্রায় সাড়ে চার মাস পর দেশে ফিরলেন। সেই সেপ্টেম্বরে আইপিএলের আগে আমিরশাহী উড়ে যেতে হয়েছিল ভারতীয় তারকাদের। সেখান থেকেই সরাসরি অস্ট্রেলিয়া যায় টিম ইন্ডিয়া। সেখানেও কাটাতে হয় আড়াই মাস। অবশেষে দেশে ফিরছেন গিল, রাহানে, নটরাজনরা। ঘরে ফিরে প্রথমবার নিজের সদ্যোজাত মেয়ের মুখ দেখবেন নটরাজন। দেশে ফিরলেও বেশিদিন বাড়িতে থাকা হবে না তাঁদের। কারণ, সামনেই ইংল্যান্ড সিরিজ। তাই চলতি মাসের শেষেই ফের বায়ো বাবলে ঢুকে যেতে হবে ভারতীয় দলকে।