আর কিছুদিন পরেই ভোটের বাদ্যি বাজবে বাংলায়। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচন নিয়ে যুযুধান সব পক্ষ। আর এরমধ্যেই আজ একুশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সন্ধ্যায় তাঁরা আসাম থেকে কলকাতায় এসে পৌঁছবেন। তার আগেই আজ বেলা একটা নাগাদ কলকাতায় এলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন ও নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার। কলকাতায় এসেই তাঁদের বৈঠক করার কথা এডিজি (আইন শৃঙ্খলা) ও সিও আরিজ আফতাবের সঙ্গে।
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা আগামী ২ দিন দফায় দফায় বৈঠক করবেন। রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তাঁরা বৃহস্পতিবার বৈঠক করবেন রাজ্যের সব রাজনৈতিক দলগুলির সঙ্গে। এরপর বৈঠক হবে রাজ্যের ডিএম ও এসপিদের সঙ্গে। আগামী শুক্রবার তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে।
উল্লেখ্য, এর আগে রাজ্যে এসে দুবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তবে আগামিকাল ও পরশু নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের বিভিন্ন মহলের বৈঠকে অনেক কিছু উঠে আসবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে বাংলায় ভোট করানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের সামনে প্রধান চ্যালেঞ্জ করোনা। তাই এই পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ভোটে বাড়ছে বুথ সংখ্যা। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী স্বাভাবিকভাবেই বাড়বে।