বুধবার পুরুলিয়া থেকে জঙ্গলমহলের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জোর দিলেন অযোধ্যা পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে। অযোধ্যায় হোম টুরিজম চালু করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘গত ৯ বছরে জঙ্গলমহলে ব্যাপক উন্নয়ন হয়েছে। পুরুলিয়ায় সার্কিট টুরিজম করা হবে। তাহলে আয় বাড়বে এখানকার বাসিন্দাদের।’ এক্ষেত্রে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের প্রসঙ্গ টেনেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অযোধ্যা পাহাড়ে পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে।’
অযোধ্যায় হোম টুরিজম চালু হলে এলাকার আদিবাসী পরিবারগুলির আয় বাড়বে বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘আদিবাসীদের বাড়িতে মানুষ থাকতে পছন্দ করেন। অযোধ্যা পাহাড়ে হোম টুরিজম হলে আয় বাড়বে স্থানীয়দের।’ এদিন জঙ্গলমহল কাপে বিজয়ী ১ হাজার ১১২ জনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন পুরুলিয়া থেকে সংশ্লিষ্ট জেলা-সহ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ, এই চার জেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় মানবাজার ও বান্দোয়ানে দুটি বাস টার্মিনাসের উদ্বোধন ছাড়াও বহরমপুরে বর্ণপরিচয় নামে একটি বাস টার্মিনাস ও ঝাড়গ্রামে ৩৩টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘গত ৯ বছরে অনেক জঙ্গলমহলে অনেক পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে আরও হবে।’ রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা বলতে গিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। বলেন, ‘ঝাড়খণ্ড থেকে এসে বিজেপি নেতাও স্বাস্থ্যসাথী করছেন।’