যোগীরাজ্যের হাথরাস কাণ্ডের ছায়া এবার আরেক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে। সেখানে ১৩ বছরের এক দলিত নাবালিকাকে ধর্ষণ করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করল ১ যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেলুট জেলায়। গত সোমবার এই নৃশংস কাণ্ডটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, ৩৫ বছরের এক যুবক, ১৩ বছরের এক দলিত নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। ওই নাবালিকাটির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আপাতত পাশের রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বেতুলের পুলিশ সুপার এমনটাই জানিয়েছেন, গোদাদোংরি থানার অন্তর্গত একটি গ্রামের খামারে গিয়েছিলেন ওই নাবালিকাটি। যেখানে তাঁকে একা পেয়ে ধর্ষণ করেন বছর ৩৫-র সেই যুবক।
এরপর নিজের কুকর্ম লুকানোর জন্য ওই ধর্ষক মেয়েটিকে নিকটবর্তী নর্দমার কাছে নিয়ে গিয়ে ঘাস চাপা দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সন্ধ্যে হলেও নাবালিকাটি বাড়ি না ফেরায় তার বাড়ির লোক খুঁজতে বের হয়। তারপরেই ওই নাবালিকাটির চিৎকার শুনে নর্দমার কাছ থেকে বাড়ির লোক উদ্ধার করে তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাটিকে নিকটবর্তী মহিলাটিকে নিয়ে যায় বাড়ির লোক, সেখান থেকে জেলা হাসপাতাল তারপর মহারাষ্ট্রে পাঠানো হয় বলে হাসপাতাল সূত্রে খবর।