গত মাসে দিল্লীতে গিয়ে তৃণমূল ছেড়েছিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করে এক বিবৃতিও জারি করেন তিনি। উল্লেখ্য, গত ৩ অক্টোবর তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিলেও প্রাথমিক সদস্যপদ ত্যাগ তখনও করেননি মিহিরবাবু। এরপর ডিসেম্বরে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করার পর তাঁর বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এরপর তাঁদের সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে গতমাসেই বিজেপিতে যোগদান করেন মিহির গোস্বামী। তবে বিজেপিতে যোগদানের পরেও এখনও অবধি নিজের বিধায়ক পদ ত্যাগ করেন নি মিহির। আর তারপরেই কোচবিহারের দক্ষিণের এই বিধায়ককে চিঠি পাঠিয়েছেন দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৭ দিনের মধ্যে মিহির গোস্বামীর কাছে জবাব তলব করেছেন পার্থবাবু।