গতকালই এক কর্মীসভা থেকে তিনি বলেছিলেন, “শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ারের মেয়াদ আর মাত্র ১ মাস”। আর এদিন কর্মীসভা থেকে ফের সদ্য দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে ‘মীরজাফর’ আখ্যা দিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একই সঙ্গে বিজেপিকে “পাগল ছাগলের দল” আখ্যা দেন তিনি।
বুধবার ময়ূরেশ্বর দু’নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে স্থানীয় বাসুদেবপুর ফুটবল মাঠে এক জনসভার আয়োজন করা হয়। সেখানে বীরভূমের জেলা সভাপতি বলেন, একুশের নির্বাচনেই শেষ রায় দেবেন বাংলার মানুষ। বাংলায় বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না। রাজ্যের মানুষের ভোটে জিতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ই ক্ষমতায় আসবেন।
এরপর বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এদিন অনুব্রত বলেন, “পাগলে কি না বলে, ছাগলে কি না খায়”। অনুব্রত বিজেপি নেতাদের উদ্দেশ্য বলেন, আগে দিল্লী সামলান, তারপর বাংলা সামলাতে আসবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। প্রসঙ্গত, প্রায় রোজই বিজেপি ও শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তোপ দাগছেন অনুব্রত। ভোটের আগে বাংলার হাওয়া যে ক্রমশ গরম হচ্ছে, তা পরিষ্কার।