বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন থেকে নেতাজির অন্তর্ধান রহস্য সংক্রান্ত ফাইল প্রকাশ নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর অভিযোগ, ‘নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশে কেন্দ্র সরকারের অনীহা রয়েছে। তাই ধাপে ধাপে মাত্র ২০০টি ফাইল প্রকাশ করেছে তারা।’ তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই নেতাজির অন্তর্ধান রহস্যের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে তৃণমূল৷
প্রসঙ্গত, ভারত সরকারের কাছে এখনও নেতাজি সংক্রান্ত শ্রেণিবদ্ধ অনেক ফাইল রয়েছে, যা প্রকাশ করা হয়নি। সেই সমস্ত ফাইল প্রকাশের জন্যই প্রধামন্ত্রীকে চিঠি লিখেছে তৃণমূল। শুধু তাই নয়। পাশাপাশি ‘এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ১৯৪২-৪৫’-এর অসাম্পাদিত এবং পূর্ণাঙ্গ খসরা প্রকাশ করার দাবি জানানো হয়েছে চিঠিতে। ইতিহাসবিদ প্রফুল্ল চন্দ্র গুপ্তর তত্ত্বাবধানে ১৯৪৯ – ৫০ সালে এটি সংকলিত হয়েছিল।
সুখেন্দুশেখরের প্রশ্ন, আইএনএ-র ইতিহাস নিয়ে কেন মোদী সরকার কোনও বই প্রকাশ করছে না? তৃণমূলের দাবি বইটি জনগণের সামনে প্রকাশ করা হোক। তৃণমূলের দাবি এর আগেই ভারত সরকার জানিয়েছিল, বইটির ১৮৬ থেকে ১৯২ পাতা বিতর্কিত হয়ে উঠতে পারে, কারণ তাতে বলা হয়েছিল বিমান দুর্ঘটনা থেকে হয়ত বেঁচে গিয়েছিলেন নেতাজি। এক্ষেত্রে তৃণমূলের অভিযোগ, মোদী সরকারও নেতাজির তথ্য গোপন রাখতে পূর্বতন কংগ্রেস সরকারের মতোই আচরণ করছে।