বিহারের বিজেপি জোট সরকারের বিরুদ্ধে এবার সরব হলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। বিহারে ক্রমবর্ধমান অপরাধের সংখ্যা নিয়ে শাসক দলকে একহাত নিলেন তিনি। নীতীশ কুমারের জমানায় রাজ্যের অপরাধের সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে, সোমবার টুইট করে জানিয়েছেন লালু।
প্রসঙ্গত, একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে লালু প্রসাদ যাদব টুইটে লেখেন, “হাততালি দাও। বিহারে আরজেডি সরকারের শাসনকালের শেষ বছর অর্থাৎ ২০০৪ সালে বিহারে মোট ১ লাখ ১৫ হাজার ২১৬টি অপরাধের মামলা দায়ের হয়।অন্যদিকে ১৫ বছর পর নীতীশ কুমারের শাসনকালে ২০১৯ সালে মোট অপরাধের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৯৬-এ, যা আরজেডি সরকারের রাজত্বকালে সংগঠিত অপরাধের মোট সংখ্যার দ্বিগুণের চেয়েও বেশি। দ্বিগুণ অপরাধ তবুও সুশাসন রাজ?” উল্লেখ্য, সম্প্রতি পটনায় ইন্ডিগো বিমান সংস্থার ম্যানেজার রূপেশ কুমার সিংহের খুনের ঘটনার পর থেকেই নীতীশ কুমার ও এনডিএ জোটকে ক্রমবর্ধমান অপরাধের জন্য ক্রমাগত আক্রমণ করছে বিরোধী দল আরজেডি। অপরাধের সংখ্যা বৃদ্ধি নিয়ে দুদিন আগেই তেজস্বী যাদব বলেন, “দেশে অপরাধের রাজধানীতে পরিণত হচ্ছে বিহার এবং ক্ষমতায় বসে থাকা ব্যক্তিরা অপরাধীদের সুরক্ষা দিচ্ছেন।”
রূপেশ কুমারের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, “কার কাছে অপরাধীদের গ্রেফতারের আবেদন জানাচ্ছেন তিনি ? বিগত ১৬ বছর ধরে তিনি মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বও নিজেই সামলান। তবে কার কাছে আবেদন জানাচ্ছেন? বিরোধীদের কাছে?” স্বভাবতই চাপে বিহারের জেডিইউ-এনডিএ জোট।