কোভিড সংক্রমণের রেশ কাটছে না কিছুতেই।
অস্ট্রেলীয় ওপেন শুরুর আগেই সমস্যায় পড়লেন আয়োজকরা। করোনা প্রকোপের কারণে বাড়তি সতর্কতা নিলেও ৭২ জন খেলোয়াড় কোভিড আক্রান্ত হয়েছেন। দুই সপ্তাহ তাঁদের থাকতে হবে নিভৃতবাসে।
প্রসঙ্গত, প্রায় ১২০০ খেলোয়াড়, স্টাফ ও অফিশিয়ালদের জন্য ১৫ টি চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিলেন আয়োজকরা। বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়দের মেলবোর্নে উড়িয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে, এর মধ্যে দুটি বিমানে করোনা সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আসায় ফের শুরু হয়েছে সমস্যা।
উল্লেখ্য, এই দুটি বিমানে লস অ্যাঞ্জেলেস ও আবু ধাবি থেকে খেলোয়াড় ও স্টাফরা উড়ে আসেন মেলবোর্নে। করোনা আক্রান্ত হওয়ায় অনুশীলন করতে পারবেন না আক্রান্ত খেলোয়াড়রা। এর ফলে ক্ষুব্ধ ও বিরক্ত তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন লস অ্যাঞ্জেলেস থেকে আসা পাবলো কুয়েভাস, স্যান্টিয়াগো গঞ্জালেজ, অর্টেম সিটাকরা। তবে, শুধু এঁরাই নন। ভিক্টোরিয়া আজারেঙ্কা, স্লোয়ান স্টিফেন্স, কেই নিশিকরিও ছিলেন এই বিমানে, মিলেছে এমনই খবর।