একুশের ভোটযুদ্ধের আগে পুরুলিয়ায় গিয়ে বিজেপি-কে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো বলেন, ‘পুরুলিয়া প্রথম ভাষা আন্দোলনের সাক্ষী। পুরুলিয়া কখনও বহিরাগতদের কাছে মাথা নত করেননি। বিজেপি আসলে পুরুলিয়া থাকবে না, রূপসী বাংলা থাকবে না। মাওবাদীদের থেকে বিজেপি আরও ভয়ঙ্কর’। মমতা আরও বলেছেন, ‘নির্বাচন এলে বঙ্গালের কথা মনে পড়ে। নির্বাচনের সময় মন্ডা-মিঠাই খাওয়াবে। আর ভোট মিটলে কাঁচকলা খাওয়াবে।’
কে আক্রমণ করে তৃণমূলনেত্রী আরও বলেছেন, ‘ফেক ভিডিও ছড়াচ্ছে বিজেপি। একদম ওদের বিশ্বাস করবেন না। লোকসভা নির্বাচনে মিথ্যা কথা বলে ভোট নিয়ে পালিয়ে গেল। যখন নির্বাচনের সময় বিজেপি নেতারা আসবেন, তাড়িয়ে দেবেন।’
টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের সঙ্গে বিজেপি নেতা তথাগত রায়ের টুইট-যুদ্ধ প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘সায়নী ফিল্মে কাজ করে। তাকে ধমকাচ্ছে বিজেপি। বাংলাতে ধমকালে মুখটা লিউকোপ্লাস্ট দিয়ে বন্ধ করে দেবে বাংলার মানুষ। ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও। বয়স হয়ে গিয়েছে তবুও ভীমরতি যায় না। নাতনির বয়সী মেয়েকে রোজ হুমকি দিচ্ছেন।’
অন্যদিকে, এদিন পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন শতাব্দী রায়ও। বিজেপি-কে নিশানা করে বীরভূমের তৃণমূল সাংসদ বলেন, ‘বিজেপি মানুষের জন্য কাজ করছেন। যে নেতারা এত কথা বলছেন, তাঁদের জিজ্ঞেস করুন তো, জিএসটি-র টাকা কেন দেয়নি? কেন নতুন সংসদ ভবন বানানো হচ্ছে? কীসের প্রয়োজন নতুন সংসদ ভবনের? সাংসদদের জিজ্ঞাসা করা হয়েছে? সংসদ ভবনের থেকে খাবার, মাথার ছাদ অনেক প্রয়োজন।’ শতাব্দী প্রসঙ্গে মমতা এদিন বলেন, ‘ওঁর কথায় আমি মুগ্ধ।’