সংক্রান্তির পর থেকেই পূর্বাভাস দিচ্ছিল শীত। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের আমেজ উপভোগ করছিলেন রাজ্যবাসী। সেই তাপমাত্রা মঙ্গলবার ১৪ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া রাজ্য। এদিন রোদের দেখা মেলা কষ্টকর। তবে আগামী দু’দিন তাপমাত্রা খানিক বাড়বে রাজ্যে। তারপরে ফের কমবে তাপমাত্রা। ফলে যাওয়ার আগে একটা ছোট ইনিংস খেলতে তৈরি শীত।
আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ঠান্ডার আমেজ ভালই থাকবে। বিদায় নেওয়ার আগে ফের ছোট্ট একটা ইনিংস খেলতে চাইছে শীত। রবিবার পর্যন্ত এই আমেজ থাকবে। তারপরে ফের তাপমাত্রা বাড়তে থাকবে বলেই পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা কিছুটা বাড়বে। মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে তা ১৭ ডিগ্রির আশপাশে থাকবে বলে পূর্বাভাস। কিন্তু বৃহস্পতিবার থেকে দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপট কমে গিয়ে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৫২ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। সকাল থেকে কুয়াশার জন্য দৃশ্যমানতা নেমে গিয়েছে অনেক নীচে।