আর কয়েক মাসের মধ্যেই বাংলার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রমশ বাড়ছে ভোটের উত্তাপ। শাসক-বিরোধী আক্রমণের ঝাঁজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই প্রেক্ষাপটে পুরুলিয়ার হুটমোড়ায় মুখ্যমন্ত্রীর সভামঞ্চ থেকে বিজেপি শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বীরভূমের তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়ে জয়ী করার জন্য পুরুলিয়াবাসীকে আহ্বানও করেছেন তিনি।
এদিনের সভামঞ্চ থেকে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন বীরভূমের তিনবারের সাংসদ শতাব্দী রায়। তিনি জানান, পুরুলিয়ার প্রত্যন্ত এলাকাগুলিতে জল, আলো, বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় পরিষেবা রাজ্য সরকার পৌঁছে দিয়েছে। এছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। সে সমস্ত সুযোগের কথা মনে করিয়ে তৃণমূলকে আরও একবার ভোট দিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী করার আহ্বান জানিয়েছেন শতাব্দী। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এত সুযোগ দিচ্ছেন। তাঁকে ভোট না দিলে বেইমানি হবে।”
এছাড়াও এদিনের সভামঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন শতাব্দী। ক্ষমতায় আসার আগেই পদ্ম শিবিরের নেতা-কর্মীরা বাংলার মাটিতে ‘মস্তানি’ করছে বলে অভিযোগ তাঁর। বিজেপি কার্যত ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বলে এর আগে একাধিকবার অভিযোগ উঠেছে। তাই বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির জিতে গেলে বাংলায় ধর্মীয় হানাহানি আরও বাড়বে বলেই আশঙ্কা শতাব্দীর। তাই সোনার বাংলা গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জয়যুক্ত করার বার্তা দিয়েছেন তিনি।