মাওবাদীদের থেকেও এই বিজেপি ভয়ঙ্কর। এমনকি কেউটের থেকেও বিষাক্ত। পুরুলিয়ার সভা থেকে আজ এভাবেই গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিতর্কিত টুইটকাণ্ডে টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের পাশেও দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া থেকে তোপ দেগে বললেন, বাংলায় ধমকের রাজনীতি করতে এলে রুখে দেবেন তিনিই।
এ দিন হাটমুড়ার জনসভা থেকে মমতা সেই টুইটের প্রসঙ্গটি তুলে এনে বলেন, “সায়নী ঘোষ বলে একটি মেয়েকে ধমকাচ্ছে। ও সিনেমার কাজ করে।” এর পরেই পুরনো রুদ্রমূর্তি ধারণ করে মমতার উবাচ- “বাংলায় ধমকাতে এলে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেব।” এরপর আক্ষেপের সুরে মমতা বলেন, ” উনি নাতনির বয়সি মেয়েকে ভয় দেখাচ্ছেন!” নাম না করলেও বোঝা যায়, মমতা অভিযোগের তির তথাগত রায়ের দিকেই।
তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, সায়নী অবশ্য পাশে পেয়েছেন তৃণমূলের আরেক নেত্রী কাকলি ঘোষ দস্তিদারকেও। সায়নীকে যেভাবে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে টুইটারে তার বিরুদ্ধে সরব হন কাকলিও।
এছাড়াও এদিন বাংলায় ‘ট্যুরে’ আসা বিজেপির শীর্ষ নেতাদেরও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “পাঁচতারা হোটেল থেকে খাবার এনে, দলিতদের সরিয়ে দিয়ে তাদের বাড়িতে খাবার খাওয়ার নাটক করছে। খাবার খাওয়ার আগে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিলেও, টাকা না দিয়েই পালিয়ে যায়। দলের কর্মীদের বলব, ওদের খাওয়ার টাকা না হয় গরিব মানুষদের আমরাই টাকা দিয়ে দেব। দরকার পড়লে নিজেদের মাইনে থেকে টাকা দেব।”