চলতি শতাব্দীর শুরুর দিকে তাঁর মত কঠোর বঙ্গসন্তানের হাত ধরেই ভারতীয় ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়েছিল। নতুন জোয়ার এসেছিল টিম ইন্ডিয়ার অন্দরে। “ড্র নয়, জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে”- এই কঠিন মন্ত্রটি তাঁর দলের ছেলেদের মজ্জায় মজ্জায় ঢুকিয়ে দিতে পেরেছিলেন। ভারতের সেই প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভীষণ উচ্ছ্বসিত অজিঙ্ক রাহানেদের নতুন ইতিহাসে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ের পর বিসিসিআই সভাপতি সৌরভ টুইট করে রাহানেদের অভিনন্দন জানিয়েছেন। টুইটারে এদিন সৌরভ লিখেছেন, ‘‘টিম ইন্ডিয়ার অনবদ্য জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এইভাবে সিরিজ জেতা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দলের প্রত্যেকে খুব ভাল খেলেছে।’’
একইসঙ্গে দলের জন্য ৫ কোটি টাকা বোনাসও ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। ওই টুইটেই সৌরভ লেখেন, ‘‘দলের জন্য বিসিসিআই ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করছে। যদিও এই জয়ের তাৎপর্য কোনও সংখ্যা দিয়েই বোঝানো যাবে না।’’ উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্টেন্ট বসিয়ে সৌরভ মাত্র কয়েকদিন আগে বাড়িতে ফিরেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামেই রয়েছেন। সেখানে ভারতীয় দলের দু্র্দান্ত পারফরম্যান্স যে তাঁকে দ্রুত সুস্থ করে তুলবে, তা বলাই বাহুল্য!