প্রাক্তন বার্ক প্রধান পার্থ দাশগুপ্তের সঙ্গে অর্ণব গোস্বামীর গোপন কথোপকথোন সামনে আসার ফের উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করার অভিযোগ উঠেছে রিপাবলিক টিভির এডিটর ইন চিপ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। এবার এই ইস্যুতেই বড়সড় পদক্ষেপ নিতে দেখা গেল নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন বা এনবিএ-কে।
এমতাবস্থায় এই গুরুতর অভিযোগ সামনে আসার পরেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন (আইবিএফ) থেকে রিপাবলিক টিভির লাইসেন্স বাতিলের দাবিতে সরব হয়েছে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি এই মামলার অন্তিম শুনানি শেষ না হওয়া পর্যন্ত সমগ্র টিআরপি রেটিং ব্যবস্থা থেকেই রিপাবলিক টিভিকে সরিয়ে রাখার জন্য বার্ককে নির্দেশ দেওয়া হয়েছে এনবিএ-র তরফে।
ওয়াকিবহাল মহলের ধারণা, পার্থ দাশগুপ্তের হাত ধরেই টিআরপি বাড়িয়ে দীর্ঘদিন থেকে বাণিজ্যিক ফায়দা লুটছিল রিপাবলিক টিভি। এরা আগেও একাধিক অভিযোগ সামনে এলেও প্রমাণ না থাকায় কিছু করা যাচ্ছিল না। কিন্তু এই চ্যাটই প্রমাণ করে দেয়, শুধুমাত্র অবৈধ পন্থা টিআরপি বাড়ানোই নয়, আদপে কেন্দ্রীয় ক্ষমতার অলিন্দে অবাধ বিচরণ শুরু করেছিলেন অর্ণব। এমনকী যোগসূত্র পাওয়া গিয়েছে প্রধানমন্ত্রী দফতরের সঙ্গেই।